এক নজরে হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ
রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন হল প্রাচীন বাংলার শাসনামল ও গ্রামীণ ঐতিহ্যবহনকারী একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ হামিরকুৎসার আচার-আচরান, শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।
ক) নাম – ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৪.০১(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২০৪৫৯জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – 10টি।
ঙ) মৌজার সংখ্যা – 0৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা- ৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৭%
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ আনোয়ার হোসেন প্রাং
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- 1 টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬৫ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ-০১/১২/২০১৬
২) প্রথম সভার তারিখ – ১৬/০১/২০১৭ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
১. খামারগ্রাম
২.দক্ষিন মাঝগ্রাম
৩. আলোকনগর, হামিরকুৎসা
৪. কালুপাড়া
৫. অর্জুনপাড়া
৬. রাঁয়াপুর
৭.খাঁপুর
৮. তালঘড়িয়া
৯.কোনাবাড়িয়া
১০. শ্রীপতিপাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত চেয়ারম্যান--১ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১
৪) ইউ,ডি,সি উদ্দ্যোক্তা – ১ জন।
৫) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
৬) ইউনিয়ন গ্রাম পুলিশ – 10 জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস