Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ

এক নজরে হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ

রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন হল প্রাচীন বাংলার শাসনামল ও গ্রামীণ ঐতিহ্যবহনকারী  একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ হামিরকুৎসার আচার-আচরান, শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

ক) নাম – ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৪.০১(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২০৪৫৯জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – 10টি।

ঙ) মৌজার সংখ্যা – 0৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা- ৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৬৭%

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ আনোয়ার হোসেন প্রাং

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- 1 টি।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬৫ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ-০১/১২/২০১৬

                                    ২) প্রথম সভার তারিখ – ১৬/০১/২০১৭ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

১. খামারগ্রাম

২.দক্ষিন মাঝগ্রাম 

৩. আলোকনগর, হামিরকুৎসা

৪. কালুপাড়া

৫. অর্জুনপাড়া

৬. রাঁয়াপুর

৭.খাঁপুর

৮. তালঘড়িয়া

৯.কোনাবাড়িয়া

১০. শ্রীপতিপাড়া

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত চেয়ারম্যান--১ জন।

               ২)  ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১

               ৪) ইউ,ডি,সি উদ্দ্যোক্তা – ১ জন।

               ৫) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               ৬) ইউনিয়ন গ্রাম পুলিশ – 10 জন।